অবতক খবর,১৭ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে
বিহার বাংলা সীমান্তে চলছে নাকা চেকিং ।
ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার পক্ষ থেকে বিহার বাংলা সীমান্ত এলাকার পুঠিয়া মোড়ে চলছে নাকা চেকিং।
ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাসের নেতৃত্বে এদিনের এই নাকা চেকিং হয় প্রত্যেকটি গাড়ির, টোটো সহ বাইক চেকিং চলছে।
অসাধারণ মানুষ বলছেন সামনে লোকসভা নির্বাচন তার আগেই নাকা চেকিং নিয়ে যথেষ্টই খুশি। কোনরকম অবৈধ কিছু যাচ্ছে কিনা তার নজরদারি চলছে পুলিশ জেলার পক্ষ থেকে।