অবতক খবর,৮ সেপ্টেম্বরঃ সামনেই আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগেই দলকে শক্তিশালী এবং মজবুত করতে মাঠে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পঞ্চায়েত নির্বাচন ২০২৩-এ গোটা রাজ্যের মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের ডোমকলের রানিনগরে ভালো ফল করেছে বাম কংগ্রেস জোট। অধিকাংশ পঞ্চায়েতের পাশাপাশি পঞ্চায়েত সমিতি দখল নিয়েছে বাম কংগ্রেস জোট।
ফলে শাসকবিরোধী বাম কংগ্রেস জোটকে নানান রকম ভাবে চাপে ফেলছেন রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এবং কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে কড়া সমালোচনার মধ্য দিয়ে কর্মীদের পাশে দাঁড়ালেন অধীর রঞ্জন চৌধুরী। রানিনগরের গোধনপাড়ায় কংগ্রেসের ডাকে সমাবেশ এর মঞ্চ থেকে কড়া ভাষায় কেন্দ্র এবং রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন অধীর চৌধুরী ।