অবতক খবর,৭ আগস্টঃ বীজপুরের বিশিষ্ট সমাজসেবী সুদামা রায় প্রতিবছরই জন্মাষ্টমীর পূণ্য লগ্নে লোকনাথ বাবার জন্ম দিবস উপলক্ষে অসংখ্য দুঃস্থ অসহায় মানুষের মধ্যে বস্ত্র এবং ভোগ বিতরণ করেন। ঠিক সেইরকমভাবেই বছরও তিনি মানুষের সেবায় এগিয়ে এলেন। এদিন তিনি তাঁর নিজ বাসভবন থেকে শতাধিক দুঃস্থ এবং অসহায় মানুষদের মধ্যে ভোগ বিতরণ করলেন এবং তাদের হাতে বস্ত্র তুলে দিলেন।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী,নৈহাটি পৌরসভার সিআইসি পার্থপ্রতিম দাশগুপ্ত সহ কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভার একাধিক কাউন্সিলররা।

পাশাপাশি এই অনুষ্ঠানে সামিল হতে দেখা যায় কাঁচরাপাড়া সিপিআইএমের বিশিষ্ট নেতৃত্ব শম্ভু চ্যাটার্জীকে।

এ প্রসঙ্গে সুদামা সিং জানালেন, মানুষের সেবায় নিয়োজিত থাকতে আমার বরাবরই ভালো লাগে। ভগবান আমাকে সেই সামর্থ্য দিয়েছেন তাদের সেবা করার তাই সেবা করে যাচ্ছি।