লেনিন ও ফিঞ্চ পাখি
তমাল সাহা
নভেম্বর মাস
শীতটা একটু জাঁকিয়েই পড়লো।
ডানাঝাড়া দিয়ে ফিঞ্চ পাখিটা
উড়ে চলল লেনিনগ্রাদের দিকে।
লেনিনের মূর্তি তখনও দাঁড়িয়ে একা।
ঢেউ ভাঙা মিছিল তখনও আসেনি।
ফিঞ্চ পাখি ছোট্ট দুটো পায়ে
আঁকড়ে ধরলো লেনিনের বুক।
মুখটা তুলল লেনিনের মুখের দিকে
তাকিয়ে রইল অনেকক্ষণ।
তারপর পাখি ছোট্ট ঠোঁটদুটো দিয়ে
ঘষে নিল লেনিনের ঠোঁট।
কে কার উষ্ণতা পেল?
এরপর লেনিনের মাথায়
বসে একটু জিরিয়ে নিল।
দেখলো মিছিল আসছে…
লেনিন আশ্রয়! লেনিন আশ্রয়!
কলরব করতে করতে উড়ে গেল
ফিঞ্চ পাখি।