অবতক খবর,২৪ জানুয়ারি: বীর সৈনিক স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকালে লেনিনগড় সুভাষ সংঘের উদ্যোগে তৃতীয় বর্ষের মানবিক দান ও বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির হল সংঘ গৃহে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, কর্মাধ্যক্ষ সজল দাস, লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, সংঘের অন্যতম বিদ্যুৎ কুমার পাল, কমল চক্রবর্তী, বাসুদেব মজুমদার সহ সংঘের সদস্যরা। মন্ত্রী নিজে ব্লাড সুগার প্রেসার পরীক্ষা করেন। মন্ত্রী বলেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসে সংঘের মহতি সামাজিক দায়বদ্ধতা পালনে মানব সেবার কাজে উদ্যোগে কে কুর্নিশ ও অভিনন্দন।