অবতক খবর,৪ ফেব্রুয়ারী,নববারাকপুর : লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সোমবার বিদ্যালয়ে ড. এপিজে আবদুল কালাম নামাঙ্কিত অডিটোরিয়ামে ও শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হল চতুর্থ বর্ষের রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শুরুতে এদিন সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক স্বপন কুমার রায়।
মহতি সেবা মূলক কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সজল দাস, বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, ডাঃ সৌরভ কুমার মন্ডল, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিদ্যুৎ কুমার পাল, শিক্ষক দীপক মন্ডল সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় বলেন ১৯৭১ সালে ৩ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুধু পড়াশোনা নয় শরীরচর্চা খেলাধূলো সামাজিক সেবা মূলক কর্মসূচি পালন করে থাকে বিদ্যালয়। বিদ্যালয় মানে শুধু পাঠকেন্দ্র নয় সামাজিক শিক্ষা ও দেওয়া যেতে পারে। ৫৫ বছরে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রাক্তনীদের নিয়ে এই মানবিক উদ্যোগ।