অবতক খবর,৫ সেপ্টেম্বর,নববারাকপুর : স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত শিক্ষাবিদ দার্শনিক ড. সর্বপল্লি রাধা কৃষ্ণণের জন্মদিন।সেদিনই শিক্ষক দিবস পালন করা হয় আমাদের দেশে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর ।পড়ুয়াদের ভবিষ্যত গড়ার উদ্দেশ্যে শিক্ষক দের অবদানের প্রতি কৃতজ্ঞতা ঞ্জাপনের জন্যই এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। মঙ্গলবার দুপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত হল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের এপিজে আবদুল কালাম মন্ডল অডিটোরিয়ামে।মহতি গুরুপ্রণাম অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা দের সন্মানিত করলেন।পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে সর্বপল্লি রাধা কৃষ্ণণের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা।এরপর প্রধান শিক্ষক ও সহ শিক্ষক শিক্ষিকা দের কলম গোলাপ ও সন্মাননা স্মারক দিয়ে সন্মানিত করেন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা। চলে ছাত্র ছাত্রীদের নাচ আবৃত্তির অনুষ্ঠান।শিক্ষক দিবস উপলক্ষে এদিন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে দেওয়াল ম্যাগাজিন প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরষ্কৃত করা হয় ।শিক্ষিকারাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় জানান আজ জাতীয় শিক্ষক দিবস। অত্যন্ত আবেগের দিন। আমরা যখন ছাত্র ছিলাম। তখন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দের সন্মান জানাতাম এই পুন্য দিনে। আজ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকা দের সন্মানিত করছে। অত্যন্ত আনন্দের গর্বের ব্যাপার। ছাত্র শিক্ষক দের সুন্দর মিলন উৎসবে পরিনত হয়েছে। ছাত্র ছাত্রীরা উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাবে।