অবতক খবর,২৪ জানুয়ারি: বৃহস্পতিবার দুপুরে বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের লেনিনগড় ডি ব্লকের দক্ষিণ যোগেন্দ্রনগরে ড্রেন সহ কংক্রিট ঢালাই রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী বলেন বিলকান্দা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েতকে সুন্দর ভাবে সাজাতে আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে কাজ করে যাব। এলাকার গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হল।
জলাশয় থেকে এলাকার মানুষের যাতায়াতে চলাচলে এই ঢালাই রাস্তা অনেকটা সুবিধা হল। খুব শীঘ্রই একটা ইন্ড্রাস্টিয়াল হাব তৈরি করা হবে। পঞ্চায়েতে অনেক ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। উপস্থিত ছিলেন বিলকান্দা ২নং গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, উপপ্রধান অঞ্জলি দেউরি মন্ডল, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সজল দাস সহ একঝাঁক পঞ্চায়েত সদস্যরা।
মন্ত্রী ফিতে কেটে ঢালাই রাস্তার ফলকের উন্মোচন করে ন। নবনির্মিত রাস্তায় এলাকার মানুষের সাথে নিয়ে হাটেন।গ্রামবাসীরা খুশি ও আনন্দিত মন্ত্রীর সহযোগিতায় মসজিদ থেকে বিকাশ বিশ্বাসের বাড়ি পর্যন্ত নবনির্মিত ঢালাই রাস্তা নির্মাণে।