অবতক খবর,১৯ সেপ্টেম্বরঃ লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সকলের সাথে গণেশ পুজোয় মেতে উঠলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
আজ সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও মহা সমারোহে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব । গণেশ পুজো মূলত মুম্বাই বাসীদের প্রধান পুজো হলেও এখন এই রাজ্যেও গণেশ পুজো সাড়ম্বরে পালিত হচ্ছে ।
এই রাজ্যের সাধারণ মানুষ যেমন মেতে উঠেছেন গণেশ পুজোতে তার সাথে রাজ্যের সেলিব্রিটি, নেতা মন্ত্রীরাও আনন্দের সাথে পালন করছেন ।
লেকটাউন শ্রীভূমির দুর্গাপুজো সব সময় সকলের নজর কাড়ে । তবে দুর্গাপুজোর আগে সব কাজ আরো শুভ করতে গণেশ পুজো পালিত হচ্ছে এখানে ।
এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সকলের সাথে গণেশ পুজোয় মেতে উঠলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু । এদিন তিনি সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান ।