অবতক খবর,২ মার্চ: লেকটাউনের রাস্তায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা বাচ্চাকে ঘিরে চাঞ্চল। ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাচ্চাটিকে মৃত ঘোষণা ডাক্তারদের।

শনিবার দুপুরে লেকটাউন গার্লস হাইস্কুলের পাচিলের গায়ে একটি বাচ্চাকে রাস্তার উপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা। তারা খবর দেয় লেকটাউন থানায়। এরপর লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা বাচ্চাটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। দিনের আলোয় কি করে রাস্তার উপর এভাবে একটি বাচ্চার দেহ পড়ে রইল, তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাতে । বাচ্চাটির পরিচয় এখনো জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ