বারুদ বালক বসন্ত বিশ্বাস। বয়স মাত্র বিশ। দেশের জন্য হয়েছিল শহীদ। আজ তাঁর শুভ জন্মদিন। এইসব বারুদ বালকের জন্য আমরা উন্মুখ হয়ে থাকি প্রতিদিন।

লীলাবতীর হাতে বোমা
তমাল সাহা

বোমা মারবে বলে ছেলেটি হয়ে গেল মেয়ে—
লেখা হল ইতিহাস।
হায়,কি দেশ পেলাম!
বসন্ত বাতাস এখনো ফেলে দীর্ঘশ্বাস।

বাড়ির কাছে পোড়াগাছা গ্রাম আছে,
বোমা বিপ্লবী বসন্ত বিশ্বাসের আবাস। ‌
এত কাছে লুকিয়ে ছিল বারুদ বালক,
চতুর্দিক জুড়ে দুরন্ত প্রত্যয়ী বাতাস।

হার্ডিঞ্জকে মেরেছিল বোমা—
বসন্ত শাড়ি পরে লীলাবতী সাজে।
সাবাস! মেয়ে তুই, সাবাস!
হাতে কি পরেছিলি চুড়ি?
মুখ কি লুকিয়েছিলি লাজে?

লীলাবতীর আঁচলে লুকিয়ে ছিল বোমা,
সে তখন আস্ত হিরোসিমা।
বোমা বসন্তকে বানায় নারী।
এত নিরাপত্তা তবুও বিশাল বিস্ফোরণ!
আশ্চর্য! পুলিশের সার সার গাড়ি।

ব-এ বিপ্লবী ব-এ বোমা,ব-এ বসন্ত,ব-এ বিশ্বাস!
ব-এ এত কিছু হয়,এই বয়সে খুঁজে পেয়েছি তার আশ্বাস।

এক লক্ষ‌ টাকা মাথার ইনাম—
দারুণ সম্মান,কুড়ি বছরেই ফাঁসি।
দুর্জয় মুখে দুর্বার হাসি—
বাইরে ঋতুরাজ বসন্ত
ফুটেছিল রক্ত পলাশ রাশি রাশি।