লিটিল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা
সন্দীপ দত্ত চলে গিয়েছেন ১৫ মার্চ ২০২৩। সেদিন ছিল বুধবার।
লিটিল ম্যাগ ও একটি মানুষ
তমাল সাহা
মানুষ কত কি করে খায়!
একটি মানুষ মননের খিদে নিয়ে
লিটিল ম্যাগ!লিটিল ম্যাগ!
বলে আকাশ বাতাস মাতায়।
মানুষটি কি হারিয়ে গেল?
খোঁজো খোঁজো সে গেল কোথায়!