অবতক খবর,৮ নভেম্বর,চাঁচলঃ ভরদুপুরে আমবাগানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার মালদহের চাঁচল থানার

গোবিন্দপাড়া-কালিগঞ্জে ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে আমগাছের নীচে ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পান বাসিন্দারা।খবর দেওয়া হয় চাঁচল থানায়। পুলিশ তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে জায়গাটিকে লাল ফিতে দিয়ে ঘিরে ফেলে।পুলিশ জানিয়েছে,বোমগুলি নিস্ক্রীয় করার জন্য বোমাস্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে।ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।কারা বোমা রাখলো,তদন্ত শুরু হয়েছে। তবে দিনেদুপুরে ব্যস্ততম সড়কের ধারে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছে বাসিন্দারা।

এক বাসিন্দা সুবায়ু সরকার জানান,এর আগে এইরকম ঘটনা ঘটেনি।কারা বোমা রাখলো পুলিশ তদন্ত করুক এই দাবি জানাচ্ছি।পাশাপাশি আমবাগানে অন্ধাকারের সুযোগ বুঝে দুষ্কৃতিদের আসর বসে। রাতে বাগানে মদ ও জুয়ার আসর বসে বলে বাসিন্দাদের অভিযোগ।নিরাপত্তার দাবি তোলা হয়েছে গ্রামবাসীদের তরফে।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।