অবতক খবর,২৩ ফেব্রুয়ারি: ভোজেরহাট থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কে গ্রেফতার করেছেন কলকাতার লেদার কমপ্লেক্স থানা। সিআরপিসি ১৫২ ধারায় গ্রেফতার করা হয় তাকে। সেখান থেকে ১১:১৫ নাগাদ লালবাজারে নিয়ে আসা হল লকেটকে। সুত্র মারফত জানা যাচ্ছে সতর্কতা মূলক গ্রেফতার করা হয়েছে তাকে।
অর্থাৎ তাঁকে preventive arrest করা হয়েছে এর অর্থ সন্দেশখালিতে যেহেতু বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে। যাতে সেখানে গিয়ে নতুন করে আর কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তার জন্য এই ধারা প্রয়োগের মধ্য দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
তবে এই ধারা প্রয়োগের শর্তসাপেক্ষে যে কোন সময় জামিন পেতে পারেন লকেট চট্টোপাধ্যায়।