অবতক খবর,২০ জানুয়ারি: নির্ধারিত সময়ের আগেই লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউশন এর ময়দানে হেলিপ্যাডে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হেলিকপ্টার অবতরণ করল। হেলিকপ্টার থেকে নেমে তিনি সোজা এসে সৃষ্টিশ্রী রং আনন্দধারা স্টলে স্বনির্ভর মেয়েদের হাতে তৈরি জিনিসপত্র হাতে তৈরি জিনিস পরিদর্শন করার পর সোজা সভা মঞ্চে এসে উপস্থিত হন।
আজ এই ময়দানে সভামঞ্চে থেকে তিনি উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেন, এছাড়া তিনি এই মঞ্চ থেকে নানা প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, জেলার বিধায়ক, মুর্শিদাবাদ পৌরসভার পৌর পিতা ইন্দ্রজিৎ ধর এবং প্রশাসনের অন্যান্য অধিকর্তা ।
আজকে মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে নবাব বাহাদুর ইনস্টিটিউশন এর ২০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ফলক তুলে দেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। এবং এই সভামঞ্চ থেকে ৫২ জন উপভোক্তার হাতে ৩৬ টি প্রকল্পের পরিষেবা তুলে দেয়া হয়।