অবতক খবর,১৭ জানুয়ারি: মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত লালবাগ নবাব স্কুল ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রশাসনিক সভা আগামী সোমবার ।জানা যাচ্ছে, এদিন মুখ্যমন্ত্রী এই সভা থেকে নানা সরকারি সুযোগ-সুবিধা পরিষেবা জেলার উপভোক্তাদের হাতে তিনি তুলে দেবেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল বেলায় চূড়ান্ত দিনক্ষণ ঠিক হওয়ায় পর প্রশাসনিক মহলে মুখ্যমন্ত্রী সভা ঘিরে তৎপরতা প্রশাসনের দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় বৈঠক করছেন জেলা প্রশাসনের কর্তারা। আজ শুক্রবার নবাব ইস্কুল ময়দানে মুখ্যমন্ত্রী সভা র জন্য সমস্ত রকমের প্রস্তুতি জোড়-কদমে শুরু হয়েছে।
এইখানেই তিনি হেলিপ্যাডে নামবেন সেই হেলিপ্যাড তৈরির ব্যবস্থাও ফাঁকা জায়গায় করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সভাকে ঘিরে মুর্শিদাবাদ দের জেলাশাসক রাজশ্রী মিত্র মুর্শিদাবাদ জেলার সুপার সূর্য প্রতাপ যাদব পুলিশ ও প্রশাসন স্বাস্থ্য দপ্তর মেডিকেল বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার বিধায়ক খলিলুর রহমান ও মুর্শিদাবাদ পৌরসভার পৌর পিতা ইন্দ্রজিৎ ধর সহ অন্যান্য আধিকারিকগণ নবাব বাহাদুর স্কুল ময়দানের মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করছেন।
এই অল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে এই সভা শেষ করা জন্য জেলা প্রশাসন ও পুলিশ একত্রিত ভাবে নেমে পড়েছেন। প্রশাসনের এক আধিকারিক সূত্রে জানা যায় যে মুখ্যমন্ত্রীর সোমবারের সভার প্রস্তুতির কাজ রবিবারের মধ্যে শেষ করে দেয়া হবে, যার জন্য জোর কদমে চলছে নবাব স্কুল ময়দানে চূড়ান্ত প্রস্তুতি। আজকের এই নবাব ইস্কুল ময়দান থেকে কি বললেন বিধায়ক অপূর্ব সরকার এবং মুর্শিদাবাদ পৌরসভার পৌর পিতা, ইন্দ্রজিৎ ধর আসুন শুনে নেয়া যাক।