অবতক খবর,২২ সেপ্টেম্বর,লালগোলা:- মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদীর ভাঙ্গন এক ভয়াবহ সমস্যা

ঈদ পুজোর মতোই গঙ্গা/পদ্মা ভাঙন যেনো মুর্শিদাবাদ জেলার এক বাৎসরিক উৎসব। প্রতিবছরই সামসেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে, ফি বছর ভাঙ্গনে তলিয়ে যায় শত শত বাড়ি, এবার এই ভাঙন ও আতঙ্ক সামসেরগঞ্জকে অতিক্রম করে লালগোলায় , গ্রাস করতে চলেছে ঘর বাড়ী ।

লালগোলা বিধানসভা এলাকায় বিলবোরাকোপরা অঞ্চলের তারানগরে শুরু হয়েছে পদ্মা ভাঙন, যা বিশাল আকার ধারণ করতে চলেছে, পদ্মায় তলিয়ে যাওয়া স্থান থেকে মাত্র ১০ মিটার পরেই গ্রাম, রয়েছে শতাধিক বাড়িঘর।
যেকোন সময় পদ্মার জলে তলিয়ে যেতে পারে ঘরবাড়ী।