অবতক খবর, ২৬ অক্টোবরঃ কাঁচরাপাড়া অঞ্চল শারদ উৎসবে সুপরিচিত হয়ে উঠেছে। বিভিন্ন সংস্থার প্যান্ডেলে থিম বা ভাবনা প্রর্দশনীর একটি সাংস্কৃতিক মর্যাদা রয়েছে।

বিশাল বিশাল ঢাউস প্যান্ডেল যেমন আছে তেমন লোক-দেশজ সংস্কৃতির ভাবনাও রয়েছে বিভিন্ন সংস্থার পুজোর আয়োজনে। লায়ন্স ক্লাব এবার দেশজ লোকজ সামাজিক সংস্কৃতিকে গুরুত্ব দিয়েছে বলে জানান লায়ন শ্রী গোপাল জয়সওয়াল। লায়ন্স
ইন্টারন্যাশনাল ডিস্ট ৩২২বি২ শারদ সম্মান ২০২৩ উত্তর ২৪ পরগনা শারদ সম্মানের আয়োজন করেছে।
এদের বিচারে ‘সর্বশ্রেষ্ঠ’ স্থান অধিকার করেছে বিশ্বনাথ স্মৃতি সংঘ। এদের ভাবনা মুখ ও মুখোশ। লোকসংস্কৃতির চিন্তা চেতনা এতে পরিস্ফুট।
‘শ্রেষ্ঠ’ স্থান অধিকার করেছে বাগমোড়ের ত্রিপর্ণ।
‘বিশিষ্ট পূজা’ হিসেবে শিরোপা পেয়েছে কুমোরপাড়া আগুরিপাড়া মল্লিকবাগ অধিবাসীবৃন্দ। এদের মন্ডপের ভাবনা বৃদ্ধাশ্রম। বর্তমান সময়ে বৃদ্ধ-বৃদ্ধারা সমস্যার সম্মুখীন। একে গুরুত্ব দিয়ে এই ভাবনাটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আয়োজক সংস্থা। বৃদ্ধ- বৃদ্ধারা সম্মিলিতভাবে এই মণ্ডপটির উদ্বোধন করেছেন। জানা গেছে বিচারকরা এই ভাবনাটিকে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন।