অবতক খবর,৩১ ডিসেম্বর,ইসলামপুর: লরির ধাক্কায় গুরুতর জখম এক স্কুল ছাত্রী। জখম ওই ছাত্রীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। ঘটনার প্রতিবাদে ইসলামপুর থানার ঘোড়ামারা বাইপাসে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ স্হানীয়দের।

ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্হানীয়দের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে। অন্যদিকে ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।