File photo

অবতক খবর, বনগাঁ :লজ থেকে উদ্ধার হল এক বাংলাদেশি মহিলার মৃতদেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম আসমা বেগম। বাংলাদেশে যশোর জেলায় কেতুয়ালি থানার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগণার বনগাঁ বাটার মোরের শ্যামাপ্রসাদ লজ থেকে এই মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই স্বামী মহম্মদ আবুল কাশেম পালাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে দুই মহিলা ও মহম্মদ আবুল কাশেম বনগাঁ এই লজের দুই ও ছয় নম্বর রুম ভাড়া দিয়েছিল। দুই নম্বর রুমে স্বামী ও স্ত্রী থাকে অন্যটিতে মৃতার মাসি মনোয়ারা বেগম থাকতেন। আজ দুপুরে রুম পরিষ্কার করতে গিয়ে এক কর্মচারী এই মহিলার মৃতদেহ  দেখতে পায় । খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে,  রুমটিতে তালা মেরে দেয়। এই ঘটনার পর থেকে স্বামী মহম্মদ আবুল কাশেম পলাতক।