অবতক খবর,২৪ ডিসেম্বর: অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের উদ্যোগে ২৪ শে ডিসেম্বর কলকাতার ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগদানের জন্য সাতসকালেই নৈহাটি বিধানসভা থেকে ছয়টি বাসে করে প্রায় পাঁচশতাধিক মানুষ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল। নৈহাটি বিধানসভা গ্রামীণ ও শহরাঞ্চল থেকে সাহেবকোলনি মোড়ে একত্রে হয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেয়।
রওনা দেবার প্রাক্কালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষকন্ঠের গীতা পাঠ কমিটির নৈহাটি বিধানসভা কো-কনভেনার সুরঞ্জন সেনগুপ্ত জানান আজ এই আনন্দের দিনে সনাতনি রাষ্ট্রবাদি হিন্দুরা অনন্য সময় সাক্ষী রেখে আজকের এই গীতা পাঠে অংশগ্রহণ করতে চলেছি।