অবতক খবর,১৬ মে: আজ বৃহস্পতিবার! এক ধাক্কায় বেড়ে কত হল সোনার দাম।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে বুধবারের তুলনায় সোনার দাম ২৪ ক্যারাট আরো বেড়ে গিয়েছে। জানা যাচ্ছে গ্রামে এখন সোনার দাম বেড়ে হয়েছে ৭৩২৩ টাকা। সাধারণ মানুষের স্বস্তির দিন শেষ। আবারো সোনার দামে লাগতে চলেছে আগুন। গত সপ্তাহে পর্যন্ত কিছু কিছু করে কমছিল সোনার দাম। আবারো সোনার দামে স্বস্তির নিঃশ্বাস সরিয়ে হু হু করে বেড়ে গেল সোনার দাম। রাজ্যে আজ কত হলো সোনার দাম জানবো বিস্তারিত ভাবে।

বুধবারের তুলনায় আবারো বাড়লো সোনার দাম। প্রতি গ্রাম সোনার দাম হয়ে দাঁড়িয়েছে ৭৩২৩টাকা। অন্যদিকে ২২ ক্যারেট দাম বেড়ে হয়েছে ৭০৭৮।
জানেন কি আজ সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন?
আজ যদি সোনা বিক্রি করতে যান তবে ২২ ক্যারাটে সোনার দাম পাবেন ৬৬৬৪ টাকা।১৮ ক্যারাটের দাম হয়েছে ৫৮২৯ টাকা। এইদিকে এক লাফে বেড়ে গেল রুপোর দাম। বৃহস্পতিবার রুপোর দাম প্রতি কেজিতে বেরে হল ৮৫ হাজার ৯৬২ টাকা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সোনা রুপোর দামের সঙ্গে Gst যুক্ত করা হবে। অর্থাৎ সোনা রুপো কেনার সময় উপরে যে দামগুলো উল্লেখ করা করা হয়েছে তার সাথে আরো ৩% Gst যুক্ত করা হবে বলে জানা গেছে।