নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: শিলিগুড়ি :: ৭মে :: শিলিগুড়িতে আবার শুরু পুলিশের অভিযান। গ্রেপ্তার বেশ কয়েকজন পুরুষ ও মহিলা। লকডাউন ভাঙার অভিযোগে গ্রেপ্তার। এবার লকডাউন ভাঙলে ছাড় পাবে না মহিলারা জানালো শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া আউটপোস্ট পুলিশের অভিযানে গ্রেপ্তার বেশ কয়েকজন।
খালপাড়া আউটপোস্ট এর পুলিশ সূত্রে জানা গিয়েছে লকডাউন ভেঙে পথে নামার পাশাপাশি বেশ কয়েকজন মাস্ক না পড়ে পথে নেমেছিল। খালপাড়া আউটপোস্ট এলাকার বিভিন্ন স্থানে আচমকা অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। সূত্রে জানা গিয়েছে অভিযান লাগাতার চলবে।








