অবতক খবর :: বহরমপুর :: মাননীয়া মুখ্যমন্ত্রী covide19 নিয়ে যেভাবে বাংলাকে পথ দেখাচ্ছেন, তার অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে, সভাধিপতি মোশারফ হোসেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রোগীর আত্মীয়দের দুবেলা আহারের ব্যবস্থা করলেন। তিনি বলেন যতদিন লকডাউন থাকবে ততদিন জেলা পরিষদের পক্ষ থেকে রোগীর আত্মীয়দের খাবারের ব্যবস্থা থাকবে।
তিনি বলেন লকডাউন এর কারণে হাসপাতাল ও অন্যান্য খাবারের দোকান প্রায় বন্ধ যাও খোলা আছে, সবজি ভাত খেতে ৮০ থেকে ১০০ টাকা খরচ হয়ে যাচ্ছিল। তাই রোগীর আত্মীয়রা সভাধিপতি কাছে অনুরোধ জানায়। তাদের অনুরোধ রেখে জেলা পরিষদের তরফ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হলো। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি অশোক দাস, বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদ ও অন্যান্য বিশিষ্টজনেরা।