অবতক খবর :: শিলিগুড়ি :: লকডাউন ফুলবাড়ি ব্যারেজে মাছের ছড়াছড়ি। মাছ ধরতে হুড়োহুড়ি লেগে গেছে মানুষের। লকডাউন ও সামাজিক দূরত্বকে উপেক্ষা করে এদিন শয়ে-শয়ে মানুষ মাছ ধরতে নামে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, ফুলবাড়ি ব্যারেজ সংস্কারের উদ্দেশ্যে ডিপিআর তৈরি করার জন্য শনিবার লকগেট খুলে দেওয়া হবে, এ খবর আগেই ছড়িয়ে পড়েছিল।তাই এদিন সকাল থেকে বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ ভিড় করে মহানন্দা ব্যারেজে।
লকগেট খুলে দিতেই কিছুক্ষণের মধ্যে মহানন্দা নদীর জল অনেকটাই শুকিয়ে যায়। এরপরই হুড়োহুড়ি করে লকডাউন ও সামাজিক দূরত্ব উপেক্ষা করে মাছ ধরতে নেমে পড়ে শয়ে শয়ে মানুষ।









