অবতক খবর :: মুর্শিদাবাদ ::    লকডাউন এর কারণে খাবারের সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী মিস্টার ইন্ডিয়া ধাবার মালিক জাহির উদ্দিন বাবু ক্ষোভ প্রকাশ করলেন, মদের দোকান খোলা হচ্ছে,অথচ খাবারের দোকান বন্ধ রাখতে বলা হচ্ছে।

তিনি এক অভিনব উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও সবজি নিয়ে যাওয়া লরির চালকদের বিনে পয়সায় তার ধাবা তে খাবার খাওয়াচ্ছেন। যতদিন লকডাউন চলবে, এই করোনা যোদ্ধাদের তিনি বিনা মূল্যে খাবার খাওয়াবেন বলে জানালেন।

যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। প্রশাসনের সহযোগিতা তিনি আশা করেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।