অবতক খবর ::ইসলামপুর ::   করোনা সংক্রমণের জন্য লক ডাউনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য খাদ্য সামগ্রী এসে পৌঁছলো উত্তর দিনাজপুরে। শুক্রবার ইটাহারের বিধায়ক অমল আচার্যের মাধ্যমে একশ ছিয়াত্তর জন তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এই ত্রাণ এসে পৌঁছায়। যার মধ্যে রয়েছে চাল,আলু এবং সাবান সহ বিভিন্ন শুকনো খাবার।

সমাজ কর্মী তথা দেশের মধ্যেও তৃতীয় লিঙ্গের প্রথম লোক আদালতের বিচারক জয়িতা মন্ডল জানান, শনিবার ইসলামপুর ব্লকের তাদের কমিউনিটির অন্তর্ভুক্ত যারা রয়েছেন সকলকে মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো দেওয়া খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর জেলার বিভিন্ন এলাকায় যেখানে যেখানে তাদের মানুষজন রয়েছে সেখানেও তা পৌঁছে দেওয়া হবে। তাদের জন্য পৃথকভাবে যে এই খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে তাতে তারা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ বলেও জানিয়েছেন।