অবতক খবর , শিলিগুড়ি, ১৯এপ্রিল :: শিলিগুড়িতে লকডাউনের জোরে বেকায়দায় সঙ্গীত শিল্পীরা। এমনকি লকডাউন উঠে গেলে তাদের জীবিকা আর আগের মতন চলবে না তাও আশঙ্কা করছেন তারা।
শিলিগুড়ির হাকিমপাড়া কলেজপাড়াতে সবচাইতে বেশী সঙ্গীত শিক্ষক-শিক্ষিকা আছেন। তারা এই লকডাউনের কারণে একেবারে উপার্জনহীন হয়ে পড়েছেন। অনেকেরই ধারনা সঙ্গীত স্কুল আর করা যাবে না। কারন এক সাথে একক পরিমানে ছাত্র-ছাত্রী তারা পাবেন না,বা তাদের অভিভাবকেরাও মানবেন না। ফলে তারা জীবিকা সমস্যায় ভুগবেন। সবচাইতে খারাপ অবস্থা যারা আর্থিকভাবে দুর্বল অথচ শুধু গান-বাজনার উপরেই নির্ভরশীল। সব মিলিয়ে দুশ্চিন্তার ঘন মেঘ সঙ্গীত শিল্পীদের মনে।