অবতক খবর :: শিলিগুড়ি :: আজকে শিলিগুড়ির পরিস্থিতি ঠিক একই জায়গাতে দাড়িয়ে। আজ সকাল থেকেই রাস্তা একেবারে জনমানব শুন্য হয়ে পড়ে। অন্যান্য দিন যাও বা বাজার হাটে লোকজন দেখা যেত আজ তা একেবারেই ছিলো না। আতঙ্কে আজ বাড়ির থেকে বেরই হন নি কেউ। কেবলমাত্র প্রয়োজন ছাড়া বাইরে কেউ ছিলেন না।
আজ সকালে শিলিগুড়ির কয়েকটি জায়গাতে রেশন নিয়ে গন্ডগোল হয় সামান্য,রেশনের জিনিস ভাল পান নি এই অভিযোগ করেন অনেকেই।তবে অনেক জায়গাতে মানুষকে রেশন নিয়ে সন্তুুষ্ট হতে দেখা গেছে। এরই মধ্যে শিলিগুড়ির কয়েকটি জায়গাতে উত্তেজনা দেখা দেয় বহিরাগত কিছু মানুষের বসবাস করা নিয়ে। এদিকে যে মহিলা হায়দারপাড়াতে উপসর্গ নিয়ে ধরা পড়েছিলেন তার মেডিক্যাল রিপোর্ট এখোন না আসায় হায়দারপাড়াতে উত্তেজনা দেখা দিয়েছে।
শিলিগুড়ির প্রতিটি রাস্তায় পর্যাপ্তভাবে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে লক্ষ্য রাখছে স্থানীয় প্রশাসন। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে প্রশাসন। এদিকে মালদা থেকে কিছু মানুষ ট্রাক ভাড়া করে আসছেন এই খবর শিলিগুড়িতে এসে পড়ায় উত্তেজনা দেখা দেয় শিলিগুড়ির রথখোলাতে। শিলিগুড়ি জলপাইগুড়ি সহ বেশ কিছু এলাকায় করোনা নিয়ে অযথা আতঙ্ক ছড়ানোতে চিহ্নিত প্রশাসন। বার বার মাইকিং করা হলেও উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হচ্ছে না কেন কি নিয়ে মুখ খুলছেন অনেকে।