অবতক খবর :: শিলিগুড়ি :: ১ মে :: লকডাউন ঘোষণায় প্রথম থেকেই বলা হয়েছিল খোলা থাকবে সবজির দোকান। এই পরিস্থিতিতে কারও কাছে হাত না পেতে পেশা বদলে তিনি এখন সবজি বিক্রেতা। কলেজপাড়ায় রাস্তাতেই সবজি নিয়ে রোজ বসছেন রবি বাবু ।
রবি বাবু জানান, “খুব একটা বিক্রি নেই তবে যা হচ্ছে তাতে সংসার কোনোমতে চলে যাচ্ছে।” তিনি আরও জানান লকডাউনের পরেও এই কাজই চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তার নিজের কোনো টোটো-রিক্সা নেই তাই অন্যের গাড়ি না চালিয়ে নিজের এই ছোট্ট ব্যাবসাটাকেই শ্রেয় মনে করছেন তিনি।









