অবতক খবর,৮ জানুয়ারী: মুর্শিদাবাদ জেলা কান্দি মহাকুমার খড়গ্রাম থানার রোহিগ্রাম যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দিন আজকে এই ফাইনাল দিনে আজকে দুটি দল ফাইনালে উঠেছে বীরভূমে মারগ্রাম বনাম মুর্শিদাবাদ নবগ্রাম হিজরোল এই ফাইনাল খেলায় উপস্থিত আছেন বীরভূম লোকসভা কেন্দ্রের সংসদ কথা অভিনেত্রী শতাব্দী রায়, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সংসদ খলিলুর রহমান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, খরগ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত, জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জি, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি ছাড়াও এলাকার বিভিন্ন অতিথিবৃন্দ এবং অসংখ্য জনগণ খেলা প্রেমি কানায় কানায় দর্শক শেষ পর্যন্ত ট্রাই বেকার এর মধ্য দিয়ে জয় লাভ করে বীরভূম মাড়গ্রাম ইউনাইটেড।