অবতক খবর,১২ ফেব্রুয়ারি: রোটারি ক্লাব অফ কলকাতা কাঁকুড়গাছি ২৮শে জানুয়ারী নামখানায় প্রথম পর্বের প্রকল্প শেষ করেছে। ক্লাবের সভাপতি শ্রী গৌর সুন্দর সরকার সহ ক্লাবের আরও সাতজন সদস্য ও সদস্যা এবং জগন্নাথ দিন্দা মেমোরিয়াল ট্রাস্ট শ্রীমতী ইরা রানী দিন্দা , এবং অন্যান্য আরসিসি সদস্যদের উপস্থিতিতে ২৯শে জানুয়ারী দ্বিতীয় পর্বে এ অগ্রসর হন। এই প্রকল্পের রোটারি ক্লাব অফ কলকাতা কাঁকুড়গাছি ২০ জন দুস্থ ছাত্রদের সাহায্যকল্পে শিক্ষামূলক কিট বিতরণ করে তাদের মুখে হাসি এনেছে। সার্বিক সাক্ষরতা প্রকল্পটি রোটারি ক্লাব অফ কলকাতা কাঁকুড়গাছি-র লিটারেসি চেয়ারম্যান রুমা সরকারের পর্যবেক্ষনে সফলভাবে উপস্থাপিত হয়।

এছাড়াও এই সকল দুস্থ বাচ্ছাদের রোটারি ক্লাব অফ কলকাতা কাঁকুড়গাছি-র পক্ষ থেকে দুটি ফুটবল প্রদান করা হয়।
২৮শে জানুয়ারী, ছাগল পালনে স্থায়ী ক্ষুদ্রঋণ প্রকল্পের অংশ হিসাবে, রোটারি ক্লাব অফ কলকাতা কাঁকুড়গাছি একটি সচল কর্মসূচির সূচনা করে যেখানে দুটি পরিবারকে চারটি স্ত্রী ছাগল প্রদান করা হয়েছিল৷ একই দিনে পরিবেশ সুরক্ষার উদ্যোগে সুন্দরবনের মৌসুনি দ্বীপের কাছে সাত মাইল গ্রামে ১০০ টি ম্যানগ্রোভের চারা রোপণ করা হয়। এই সকল প্রচেষ্টাকে ক্লাব আরসিসি ডাঃ জগন্নাথ দিন্দা মেমোরিয়াল ট্রাস্ট আন্তরিক ভাবে সর্বান্তকরণে সমর্থন জানিয়েছেন।