৫ মার্চ। রোজা লুক্সেমবার্গ- আজ জন্মদিন
রোজা নামের নারীটি
তমাল সাহা
তুমি প্রিয়তমা, প্রিয়তমকে ভালোবাসো
তুমি প্রিয়তম, প্রিয়তমাকে ভালোবাসো
মানুষকে ভালোবাসে কে?
তুমি প্রকৃতি অরণ্য সমুদ্র ভালোবাসো
মানব প্রকৃতি জনারণ্য জনসমুদ্র
ভালোবাসে কে?
রাস্তাই রাস্তা—
শ্রমিক, ধর্মঘট, লড়াই, বিপ্লব
ভালোবাসে কে?
আজীবন উথালপাথাল লড়াইয়ের ময়দানে
ভালোবাসাকে বিশাল বিস্তৃত করে
‘ব্লাডি রোজা’ শেষ পর্যন্ত রক্তাক্ত হলো খুনে
আগুন লাগলো রক্তপলাশ শিমুলে ফাগুনে।
সোনালী ঈগলের উচ্চতায় উঠে
আকাশ দিয়েছিল পাড়ি।
লেনিন বলেন,
রোজা সেই লড়াকু প্রত্যয়ী নারী।