আজ বিপ্লবী রোজা লুক্সেমবার্গ-এর মৃত্যুদিনঃবিনম্র শ্রদ্ধা

রোজা নদী
তমাল সাহা

নদীর কাছে আমি কাঁদতে শিখেছি
নদী শিখিয়েছে আমাকে ভালোবাসা
তাই প্রতিদিন সূর্যোদয় সূর্যাস্ত বেলায়
নদীর কাছে আসা।

যে নারীটিকে ভালোবেসেছিলাম
লেখা পড়ে তার প্রেমে পড়েছিলাম

যে নারীটিকে ভালোবেসেছিলাম
স্বপ্ন দেখাতে পারতো সে

যে নারীটিকে ভালোবেসেছিলাম
লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল সে।

যে নারীটিকে ভালোবেসেছিলাম
সে করতো মানুষের রাজনীতি
আর জেলখানায় বসে
মুক্ত দুনিয়ার জন্য লিখতো

যে নারীটিকে ভালোবেসেছিলাম
সে নিহত হলো রাষ্ট্রীয় ঘাতকের হাতে
তার দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হলো
নারীটির রক্তস্রোত নিয়ে
নদীটি ছুটতে লাগলো সাগরের দিকে।

যে নারীটিকে ভালোবেসেছিলাম
এখনও চলে তার খোঁজা
আমার প্রিয়তমার নাম রোজা

রক্ত গোলাপ নিয়ে বসে আছি আজও
তুমি ফিরে এসো রোজা!