আজ ফকির লালনের জন্ম-মৃত্যুদিন

মন! মন রে! কী শিখাইলি মোরে
আমি এখন কোন মোড়ে!
গুরুজি লালন, প্রণাম তোরে।

রে অন্ধ
তমাল সাহা

মন রে!
তুই কি অন্ধ ধৃতরাষ্ট্র?
চক্ষু খোল আর না‌ খোল দেখিস অন্ধকার!
অন্ধ করে যে সেই তো অন্ধকার।
এই ভব নয় তো পররাষ্ট্র
সে তো তোর আমার অধিকার!

মন রে!
চক্ষু খোল, রাখিস নে আর বন্ধ।
জগতে যে কত রন্ধ্র, অন্দসন্দ
লুকিয়ে তাতেই সৌরভ সুগন্ধ!

মন রে!
মানব পিঞ্জিরায় আছে তো সে।
তোর ভিতরেও আছে মিশে
তুই শিখে নে ফারাক কোথায় অমৃত বিষে।

মন রে!
এখানেতেই জমির চাষা কলের মজুর
ওরাই রে তো তোর গুরু হুজুর।
এই ভবে তুই আইলি যবে শিখলি যত কারিগরি
এইখানেই সব জারিজুরি।
মরলে শুধু আগুন পাবি, একা‌ যাবি
এইখানেই তোর জীবন ভোর।

মন রে!
খোঁজ তারে খোঁজ নিজের করে
মহা আনন্দ সব এই মানব ঘরে।