হক জাফর ইমাম :: অবতক খবপর :: ২রা,ডিসেম্বর ::মালদা :: রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো মালদা কালিয়াচকে। জানা গেছে মালদা কালিয়াচক থানার জালালপুর ছতোর গাছি গ্রামের রেল লাইনের পাশে একটি কুপের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার |
পরে মালদা কালিয়াচক থানার পুলিশ । যার আনুমানিক বয়স ৩৪ বছর।তার নাম বাড়ি কোথায় তার কিছুই জানা যায়নি । সম্ভবত কলকাতা গামী ডাউন ট্রেন থেকে পড়ে গিয়েছে বা ফেলে দিয়েছে ।
রবিবার সকালে গ্রামবাসীরা অজ্ঞাত পরিচয় যুবকের দেহ দেখতে পায় । সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা মালদা কালিয়াচক থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ ।