অবতক খবর,মালদা, ৩০ মার্চ: রেল দুর্ঘটনা এড়াতে এবং সঠিক সময়ের মধ্যে উদ্ধার কার্য চালানোর ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে মকড্রিলের আয়োজন করলো পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ । শনিবার দুপুরে মালদার ডিআরএম বিকাশ চৌবের উপস্থিতিতেই রেল ও জেলা পুলিশ এবং প্রশাসনের পদস্থ কর্তাদের উপস্থিতিতেই মালদা টাউন স্টেশনে এই মকড্রিল অনুষ্ঠিত হয়। ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর এনডিআরএফ থেকে শুরু করে রেল পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের তৎক্ষণাৎ কিভাবে উদ্ধার কার্য করা সম্ভব মূলত সেই বিষয় নিয়েই এদিন এই মকড্রিলের আয়োজন করে পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ।

ডিআরএম বিকাশ চৌবে জানিয়েছেন, হঠাৎ করে যদি কোনরকম ট্রেন দুর্ঘটনা ঘটে সেই পরিস্থিতিতে এনডিআরএফ, দমকল, স্বাস্থ্য দপ্তর পুলিশ, প্রশাসনের কর্মী ও অফিসারেরা কিভাবে উদ্ধারকার্য চালাবেন এবং সঠিক সময়ের মধ্যে যাত্রীদের চিকিৎসা সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রেই এদিনের এই মকড্রিলের আয়োজন করা হয়েছে। যদিও এই ধরনের কর্মসূচি মাঝেমধ্যেই করা হয়ে থাকে।