অবতক খবর,২৪ জুলাইঃ রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়া মাদ্রাল এলাকায়। অভিযোগ রেলে চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে কাঁকিনাড়া মাদরাল নিউ টাউন এলাকার বরুণ সরকার নামে এক ওষুধ ব্যবসায়ী। যদিও অভিযুক্ত বরুণ সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমার নাম করে টাকা তুলেছে পেশায় জ্যোতিষী অনন্ত মন্ডল।
অভিযোগ আর পাল্টা অভিযোগে কে আসল অভিযুক্ত তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।দীর্ঘদিন অপেক্ষা করেও চাকরি না পেয়ে চাকরি প্রার্থীরা পড়েছে চরম সঙ্কটে।