রেলের ধাক্কায় আহত বন্যহাতি, টিউমারের চিকিৎসা এখনো চলছে, তবে পূর্বের তুলনায় অবস্থা কিছুটা স্থিতিশীল।
সিপাহীজলা অভয়ারণ্য থেকে এবং আগরতলা থেকে বিশেষ এবং অভিজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বন আধিকারীকদের সাথে নিয়ে মুঙ্গিয়াকামির জঙ্গলে আহত এবং আঘাতপ্রাপ্ত টিউমার যেখানে অবস্থান করছে সেখানে ছুটে গিয়ে তার অবস্থা সরেজমিনে তদন্ত করেন এবং কিছু কিছু জায়গায় চিকিৎসা পরিষেবা প্রদান করেন।

গোটা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার সময় পশু চিকিৎসকদের তরফ থেকে দাবি করা হয়েছে পূর্বের তুলনায় কিছুটা ভালো রয়েছে টিউমার। আঘাতপ্রাপ্ত হওয়ার প্রায় তিন দিনের মাথায় এবার টিউমার কিছু কিছু করে জল সহ খাবার গ্রহণ করছে, এমনটাই দাবি। তবে আগামী দিনে পরিকল্পনা করে তাকে আরো উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করার প্রচেষ্টা রয়েছে এবং তার শারীরিক অবস্থার দিকে পূর্ণ নজর রয়েছে এমনটাই দাবি করা হয়েছে।

পাশাপাশি এটাও আজকে জানানো হয়েছে বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা এই রকম ক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে তাদের সাথে নিরন্তরভাবে যোগাযোগ করার প্রচেষ্টা চলছে অর্থাৎ সব মিলিয়ে বলা চলে প্রশাসনিক তরফ থেকে আঘাত প্রাপ্ত টিউমারকে সুস্থ করে তোলার জন্য সব রকমের প্রয়াস জারি হয়েছে।
এখানে উল্লেখ করা প্রয়োজন তিন দিন আগে আগরতলা থেকে ধর্মনগর গামী ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত এবং আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে প্রায় চলার ক্ষমতা হারিয়ে বসে রয়েছে বন্যহাতি টিউমার।

আজকের চিকিৎসকদের দলে চিড়িয়াখানা অভয়ারণ্যের পশু বিশেষজ্ঞ ডাক্তার ওয়াটসন, শুভ্র দে, কেশব দেবনাথ ছিলেন, এছাড়া মহকুমা বন আধিকারিক এ কে বোরদেও সামিল ছিলেন।