অবতক খবর,৫ নভেম্বরঃ রেলের এইচ আর পরিচয় দিয়ে রেলের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির থেকে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার এক। বাগুইহাটি এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভামৌর জানা নামের ওই মহিলা নিজেকে রেল দফতরের এইচ আর বলে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতো। এরপরই তাদের রেলের বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিত এই মহিলা এবং তাদের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিত। কিছুদিন আগেই এই ঘটনার তদন্ত শুরু করে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই সূত্র ধরেই নাম উঠে আসে এই অভিযুক্ত মহিলার।
এরপরই গতকাল রাতে বাগুইহাটি এলাকা থেকে এই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।








