অবতক খবর,২৮ ফেব্রুয়ারী: রেলের উচ্ছেদকে ঘিরে উত্তেজনা ছড়ালো বারুইপাড়া স্টেশন সংলগ্ন বাজারে। ব্যবসায়ীদের দাবি। অবিলম্বেরেলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এমন তাদের দাবি ছিল। ব্যবসায়ীটা বলে তারা দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে তারা এখানে ব্যবসা করে আসছে।
তাদের রুটি রোজগার নির্ভর করে এই ব্যবসার ওপর। দিল কে যদি উচ্ছেদ করতেই হয় তাদের আগে পুনর্বাসন দিতে হবে তাদের এটা দাবি রয়েছে ব্যবসায়ীদের? যদি রেলের দাবি আর সময় দেওয়া সত্বেও তারা জায়গা সরে যায়নিব্যবসা সরিয়ে নেয়নি তাদের ব্যবসা। আজ আদালতের নির্দেশিকা নিয়েই তারা উচ্ছেদে নামে।