অবতক খবর নং,১৯ মেঃ রেললাইনের ধারে গলার নলী কাটা অবস্থায় ভীন রাজ্যের যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বরানগর নয়াপাড়া এলাকায়।
আগ্রার বাসিন্দা যুবক ৩২ বছর বয়সী রাকেশ শর্মা বরানগর নপারা এলাকায় দিনমজুরের কাজ করতো।গত তিনদিন ধরে নিখোজ ছিল রাকেশ।নিখোজের অভিযোগ করা হয়েছিল বরানগর থানা ও দমদম জিআরপিতে।আজ সকালে বরানগর নপাড়া রেল লাইনের ধারে জঙ্গলে গলার নলিকাটা অবস্থায় রাকেশ শর্মার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বরানগর থানা ও দমদম জিআরপির পুলিশকে। রাকেশ শর্মার পরিবারের লোকজন অভিযোগ করছে রাকেশ শর্মাকে খুন করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। রাকেশের এক বন্ধু মুকেশের দিকে অভিযোগের আঙুল তুলছে পরিবারের লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ ও দমদম জিআরপির আধিকারিকেরা।