অবতক খবর :: ডাবগ্রাম :: ২ মে:: রেড জোন ঘোষনা হবার পরে জেলায় জেলায় বাইরে বের হওয়া লোকেদের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করতে চলেছে পুলিশ। চায়ের দোকান এবং সেলুনের বিরুদ্ধে চরম নিষেধাজ্ঞা জারি করতে চলেছে পুলিশ।
এদিকে আজ শিলিগুড়ির ডাবগ্রামে বেশ কিছু যুবককে ঘুরে বেড়াতে দেখে পুলিশ। সঙ্গে সঙ্গে তাদের এই ঘোরাঘুরির কারন জিজ্ঞাসা করে পুলিশ।সঠিক কারণ না বলতে পারায় তাদেরকে ঘরে চলে যেতে বলে পুলিশ। অন্যথায় কড়া ব্যাবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় পুলিশ।









