অবতক খবর :: শিলিগুড়ি ::১ মে ::    খানিকটা হঠাৎ করেই গোটা দার্জিলিং জেলাকে অরেঞ্জ জোন থেকে রেড জোনে অবনমিত করা হল। সকালে এই খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে। কী কারণে অরেঞ্জ থেকে রেড জোন হল এ নিয়েও ধন্ধে গোটা শিলিগুড়ি।

তবে কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট অনুযায়ী নিয়ম না মেনে চলবার কারণে এবং আক্রান্তের সংখ্যাধিক্য থাকায় শিলিগুড়িকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী শিলিগুড়ি তথা দার্জিলিংকে রেড থেকে ওরেঞ্জ জোনে উঠতে একুশ দিন সময় লাগবে। এই ঘোষণা হবে কেবল মাত্র কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এই নিয়ম অনুযায়ী রাজ্য সরকার নিজের রাজ্য বা জেলাকে ওরেঞ্জ বা গ্রীন জোনে নামাতে পারবে না,কিন্তুু গ্রীন বা ওরেঞ্জ থেকে রেড জোনে নিয়ে যেতে পারবে।