রেড এলার্জি
তমাল সাহা

লাল রং নিয়ে লেখা হয়ে গিয়েছে
অনেক তির্যক কবিতা।
তবুও নিজের রং পাল্টায়নি
আকাশের সবিতা।

আকাশের নিচে
জামার রং বদলায় কারা!
স্পষ্ট বলে দিয়েছে
বীরেন চাটুজ্জের মত কবিরা।

এখন ঘনঘন শুনি লাল রঙের নাম
রেড ভলান্টিয়ার্স রেড ব্রিগেড
রেড এক্সপ্রেস রেড স্টার…
মিডিয়াও বলছে
রোডে রোডে দৌড়চ্ছে রেডরা।
তারাই এখন জীবনকে দিচ্ছে পাহারা।

যাদের ছিল কোনোদিন রেড এলার্জি
তারা এখন রেডের দুয়ারে নয়,
রেডই রেডি, যাচ্ছে তাদের দুয়ারে।
তাদের কথা করছে অনুভব
শুনছে তাদের হৃদয় বেদনা-আর্জি।

রেড! রেড! রেড!
তোমার নামের উচ্চারণে কেন রেড
জানো কি কমরেড!!