অবতক খবর,১৩ জানুয়ারি,দাসপুর, পশ্চিম মেদিনীপুর:- রূপনারায়ণ নদী গর্ভে তলিয়ে গেল তিনটি মাটির বাড়ি! চরম দুশ্চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ পঞ্চায়েত সমিতির রানিচক সংগ্রাম পাড়ার। রূপনারায়ণ নদীর পাড়ে রায়ত জায়গায় কয়েক পুরুষ ধরে বসবাস করছেন সংগ্রাম পাড়ার বাসিন্দারা।
সংগ্রাম পাড়ায় ১০ বাড়ি তারমধ্যে তিনটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে, আরো কয়েকটি বাড়ির অবস্থা আশঙ্কা জনক, জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে রূপনারায়ণ নদীর পাড়ে বসবাস করছেন তারা চাইছেন সরকার তাদের বসবাসীর জন্য একটু জায়গা সহ বাড়ির ব্যবস্থা করুক।