রুটির কবি
তমাল সাহা

আমি নই রণক্লান্ত
আমি এখনো অক্লান্ত
আমি তোমাদের পাশের বাড়ির সুকান্ত!

আমাকে যদি চাও দেখতে
আকাশে তাকিও দিনে রাতে।
রক্তিম ভোরের কথা বলেছিলাম
ঝলসানো রুটির কথা বলেছিলাম….

আমি কী আর এমন কবি!
আকাশের গায়ে দেখো তার ছবি।