নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে পড়েছে যাতায়াত অযোগ্য একমাত্র রাস্তা । বারবার প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি অবশেষে বাধ্য হয়ে তারা বিষ্ণুপুর পৌরসভায় ডেপুটেশন দিলেন ।

স্থানীয় বাসিন্দাদের দাবি , বিষ্ণুপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্মশান কালী মন্দির থেকে শ্যামবাঁধ যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে । ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে শ্যামবাঁধ লোহারপাড়া , আদিবাসী পাড়া , ময়রাপুকুর , ঘুটবন , শরোমনিপুর , পানশিউলার বাসিন্দাদের । এই সমস্ত এলাকার গ্রামবাসীরা হসপিটালে রোগীদের নিয়ে আসতে এই বর্ষায় চরম সমস্যায় পড়তে হচ্ছে । সোমবার পৌরসভার সামনে কয়েকশো গ্রামবাসী জমায়েত হয়ে ” রাস্তা চাই রাস্তা চাই রাস্তা নইলে ভোট নাই ” এই প্ল্যাকার্ড হাতে নিয়ে কিছু সময় বিক্ষোভ প্রদর্শন করেন এরপর তারা বর্তমান প্রশাসক শ্যাম মুখার্জির হাতে তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন । গ্রামবাসীদের দাবি রাতের অন্ধকারে সমস্যা আরো বেশি হয় বিশেষ করে সমস্যায় পড়তে হয় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ।

এক গ্রামবাসী বলেন , দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ থাকার ফলে যাতায়াতে আমাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে । বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই অতি দ্রুত পৌরসভা এ বিষয়ে হস্তক্ষেপ করলে খুবই উপকৃত হয় ।

বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক শ্যাম মুখার্জি বলেন , ইতিমধ্যে রাস্তা সংস্কারের ব্যাপারে পৌরসভার তরফে উদ্যোগ নেওয়া হয়েছে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।