অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া :: এক অভিনব পদ্ধতিতে মানুষদের ঘরে থাকার বার্তা দিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পোদ্দার মহাশয়। তিনি তার বিধানসভার কেন্দ্রের দত্তপুলিয়া পঞ্চায়েতে রাস্তা লিখনের মাধ্যমে মানুষদের ঘরে থাকার বার্তা দিলেন।
তিনি বললেন সড়ক মাধ্যম হলো একটি এমন মাধ্যম যেখান দিয়ে মানুষকে যেতেই হবে। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্নভাবে টিভি-রেডিও পত্র পত্রিকা ইত্যাদি মাধ্যমে তারা মানুষদের সচেতনতার বার্তা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সেই সাথে যে স্থান দিয়ে মানুষ হেটে যাই অর্থাৎ রাস্তা সেখানেও যদি এই সচেতনতা বার্তা থাকে তাহলে যে সকল মানুষ রাস্তায় বের হবেন তাদের চোখে তা পড়বে। তাই এই পদ্ধতি আমরা অবলম্বন করেছি।