কিষান-কিষানিরা একজোট। তাদের অস্ত্র জেহাদ ও জেদ, সেখানে নেই কোনো বিভেদ

রাস্তা ছোড়ব নেহি
তমাল সাহা

সীমান্ত জুড়ে ফুল ফুটেছে
ফুটেছে কন্ঠস্বর।
তোমাকে পাঠাচ্ছি ভাষ্যচিত্র
দুরন্ত সে খবর।

রাস্তার মাথায় শামিয়ানা
শামিয়ানার নীচে বাড়ি।
শীত গ্রীষ্ম বর্ষা
সবই আমরা রুখে দিতে পারি।

রাস্তা তো খোলাই আছে—
খেতি বিরোধী কালা কানুন
আটকে রেখেছে পথ।
লড়াইয়ের শপথ নিয়ে
রাস্তা এখন জন-রণপথ।

সাধ করে কেউ রাস্তায় নামে!
শীতে গুটিসুটি মেরে ঠান্ডায় জমে?
জীবনকে রেখেছি বাজি—
গুলি চালাবে! চালাও গুলি
গুলি খেতে রাজি।

বুড়োবুড়ি ভাবছো!
মুখে দেখছো বলিরেখা!
এখনও জেদ আছে, তেজ আছে
বুকে আগুনের শিখা।

সেই শিখায় পুড়বে কে
বলো তো তুমি দেখি?
আমাদের চোখে স্বপ্ন শুধু
ভারতবর্ষ আঁকি।